1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শিক্ষিত হয়েও তাঁরা স্বশিক্ষিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

শিক্ষিত হয়েও তাঁরা স্বশিক্ষিত

  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৯১২ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রাজু আহমদ জগন্নাথপুর ডিগ্রী কলেজ থেকে ১৯৯৩ সালে এইচএসসি পরীক্ষা দিলেও নির্বাচনী হলফনামায় তিনি নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। একইভাবে স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম একজন শিক্ষিত ব্যক্তি। যুক্তরাজ্যে বসবাসকালে শিক্ষামূলক বিভিন্ন পদের দায়িত্ব পালনের পাশাপাশি সেখানে গ্রেজ্যুয়েশন করেছেন। জগন্নাথপুরেও একজন শিক্ষানুরাগী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। একই অবস্থা আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল মনাফের। তিনি উচ্চ শিক্ষিত না হলেও নবমশ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। কিন্তুু সনদ দেয়ার ঝামেলা এড়াতে নিজেকে স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন বলে তাঁর ঘনিষ্টজনেরা দাবি করেছেন।

নির্বাচনী হলফনামায় নিজেদের স্বশিক্ষিত বলে দাবী প্রসঙ্গে বিএনপি প্রার্থী রাজু আহমদ বলেন, আমিছাত্র রাজনীতিতে থাকাবস্থায় লন্ডনে চলে যাই। দেশে এসে নির্বাচনে অংশ নিচ্ছি। স্বশিক্ষিত প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম বলেন, আমি ইংল্যান্ডে পড়ালেখা করেছি। ইংল্যান্ডের সনদপত্রের সাথে দেশের সনদপত্রের সামঞ্জস্য মিলাতে না পারায় নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছি। আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল মনাফ বলেন, আমি ১৯৬৭ সালে ছাত্র থাকাবস্থায় ইংল্যান্ডে গিয়েছিলাম। নির্বাচনে অংশ নিতে গিয়ে সনদ না থাকায় স্বশিক্ষিত বলেই উল্লেখ করেছি।

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবার ৩ প্রার্থীই লন্ডনী। তাদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল মনাফ হলফনামায় উল্লেখ করেছেন তার হাতে নগদ টাকা আছে মাত্র ১০ হাজার। তার বাৎসরিক আয় হিসেবে উল্লেখ করেন কৃষি খাতে ৫০ হাজার, বাড়ি ও দোকান ভাড়া ভাবত ১ লক্ষ ৩১ হাজার ৪০ টাকা, ব্যবসায়িক আয় ৯৫ হাজার টাকা। এছাড়া ব্যাংকে জমা আছে সাড়ে ৪ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। স্থাবর সম্পত্তি হিসেবে দালান বাড়ি ও ৫ টি দোকান কোঠাসহ ইত্যাদি।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ এর হাতে নগদ টাকা আছে ৩০ হাজার ব্যাংকে আছে ১ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি হিসেবে বাড়ি রয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব শাহ নুরুল করিম এর হাতে নগদ টাকা আছে ৫০ হাজার টাকা। ব্যাংকে আছে ১ লক্ষ ২০ হাজার টাকা। স্বর্ণালঙ্কার আছে ১৫ ভরি। স্থাবর সম্পত্তি বাড়ি ও ইত্যাদি ১ লক্ষ টাকার। প্রার্থীদের হলফনামা প্রসঙ্গে পৌর নাগরিক তোফাজ্জল হক বলেন, প্রার্থীরা যে হলফনামা দাখিল করেছেন তা অবিশ্বাস্য। তাঁর চেয়েও বেশী সম্পদ রয়েছে সব প্রার্থীরই। নির্বাচনে জয়ী হতে এসব প্রবাসী প্রার্থীরা কালো টাকার খেলায় মেতে উঠবেন অথচ তারা হলফনামা সীমিত টাকার কথা উল্লেখ করেছেন। এসব আসলে নাগরিকদের সাথে তামাশা ছাড়া কিছু না।

জগন্নাথপুর ডিগ্রীকলেজের অধ্যক্ষ আব্দুন নূর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, রাজু আহমদ জগন্নাথপুর ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন। অন্য দুপ্রার্থীর বিষয় আমার জানা নেই।

এ প্রসঙ্গে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থীদের হলফনামার মিথ্যা তথ্যের অভিযোগ পেলে নির্বাচনী আচরন বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com