স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে এক শিক্ষিকাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুল কদ্দুছ কে বুধবার স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এলাকাবাসী ও উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার এক নারী শিক্ষক কে কু-প্রস্তাব দিয়ে হয়রানি করার অভিযোগে ওই শিক্ষিকা বাদী হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মঙ্গলবার রাতে অভিযোগ করেন। যার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন কে আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস ও জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার কে সদস্য করা হয়।
তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন জানান, তদন্তের বিষয়ে তিন কার্য দিবসের মধ্যে আমরা প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমরা দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান আব্দুল কদ্দুস কে বদলির বিষয়টি নিশ্চিত করেন।