আজিজুর রহমান::: জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন,শিক্ষা ক্ষেত্রে সরকারের পাশাপাশি প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা মাতৃভূমির টানে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে যা প্রশংসনীয় উদ্যোগ। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে মনোযোগের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানান। জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ডেভলাপমেন্ট ট্রান্স ইউ,কে এর উদ্যোগের মীরপুর ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলীর সভাপতিত্বে ও শিক্ষক জুয়েল মিয়ার পরিচালনায় পৃথক তিনটি অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মীরপুর ডেভলাপমেন্ট ট্রাস্টের ট্রেজারার আব্দাল মিয়া, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাশেদুজ্জামান ও আক্তার মিয়া,শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ। মীরপুর পাবলিক হাইস্কুলে অনরূপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমির হামজা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান, সর্বশেষ ইউনিয়নের লামাটুকেরবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণী সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াছ আলীর পরিচালনায় শিক্ষক খুরশেদ আলম প্রমুখ। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মীরপুর ডেভলাপমেন্ট ট্রাস্টের ট্রেজারার আব্দাল মিয়া জানান, ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ৪৫জন শিক্ষাথী প্রতি শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় রোল নম্বরকৃতদেরকে এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মীরপুর ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে এধরনের কার্যক্রম চালানো হবে।