আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-শিক্ষার বিকল্প নেই , শিক্ষার মাধ্যমে ব্রিটিশ বাঙালি কমিউনিটিকে আলোকিত করতে হবে , জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে উদ্দোগে জিসিএসই এবং এ লেভেল এওয়াডর্ ২০১৫ প্রধান উপলক্ষে লন্ডনের অট্রিয়াম হলে প্রধান অতিথির বক্তবে্য বারা অব টাওয়ার হ্যামলেটের স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবিই একথা গুলো বলেন ।
সংস্থার সভাপতি তাহের কামালীর সভাপতিত্বে ও সেক্রেটারি নোমান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটের ডিপুটি মেয়র সিরাজুল ইসলাম, , চ্যানেল এস ডিরেক্টর তাজ চৌধুরী , জগন্নাথপুর উন্নয়ন সংস্থার উপদেষ্ঠা ইউছুফ কামালী, আঙ্গুর আলী, তারিফ আহমদ, আকিক এফ রহমান , , এক্স মেয়র দরছ উল্লাহ , এলাইছ মিয়া মতিন, আব্দুস শহীদ , সৈয়দ খালেদ মিয়া ওয়ালিদ, মাহবুবুল হক শেরিন , ফিরুজ হোসেন কামালী ,
মামুন রশীদ এমবিই , সুমন আহমদ , আব্দুস সাত্তার , তফজ্জুল হোসেন, কামাল হোসেন , রফিক মিয়া , জাকির হোসেন , আব্দুল ওয়াহিদ, সাদেক মিয়া প্রমূখ ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ ।
অনুষ্ঠানে অন্যান্যের মধে্ উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামি ফাউন্ডশনের ডিজি শামীম মুহাম্মদ আফজাল , বিশ্ববাংলানিউজ২৪কম সম্পাদক এম রহমান বেলাল , মাস্টার আমির উদ্দিন , সুয়েব কামালী , সৈয়দ আব্দুল হাসিব, আকিক খান , আবুল কালাম আজাদ ও জগন্নাথপুর টাইমস্ ডটকম এর সহকারি বাতর্া সম্পাদক আবদাল কামালী প্রমূখ ।
প্রধান অতিথি ধন্যবাদ জানিয়ে আরো বলেন- জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে শধু জিসিএসসি , এ লেভেল , স্বাস্থ্য ক্রীড়া ক্ষেত্রে নয় , কমিউনিটির প্রতে্যক সেক্টরে এগিয়ে আসা উচিত । এ সংস্থার প্রতিটি কাজ আর্তমানবতার কল্যাণে , তাই সমাজের প্রতে্যক সচেতন নাগরিকের সহযোগিতার হাত বাড়ানো উচিত । আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষাথর্ীদের ভালভাবে সুশিক্ষা গ্রহণ করে শেকড়ের সন্দ্বানে কাজ করতে হবে , কমিউনিটির জন্য নিজেকে উৎসগর্ করে জগন্নাথপুরের ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করতে হবে , বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে মনে রাখতে হবে । অনুষ্ঠানে শেষে নৈশভোজের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
Leave a Reply