স্টাফ রিপোর্টার:: শিক্ষার্থীদের জন্য মাত্র সাড়ে সাত হাজার টাকায় ‘সিসনোভা আইসিটি কম্পিউটার’ এনেছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। ওপেনসোর্স সফটওয়্যারে চলা আকারে ছোট কম্পিউটারটি টেলিভিশনের স্ক্রিনকেই মনিটর হিসেবে ব্যবহার করতে পারে। শুধু তা-ই নয়, এতে হার্ডডিস্কের বদলে ব্যবহার করা হয়েছে মেমোরি কার্ড। মডেম বা কেবলের পাশাপাশি অ্যানড্রয়েড স্মার্টফোন কাজে লাগিয়েও ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। ব্লুটুথ প্রযুক্তি সুবিধার কম্পিউটারটিতে প্রয়োজন অনুযায়ী কেবল যুক্ত করে বিভিন্ন হার্ডওয়্যার ব্যবহারের সুবিধা মিলবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তাদের পাঠ্যক্রম উপযোগী বিভিন্ন উন্মুক্ত সফটওয়্যার এবং সেগুলো ব্যবহারের টিউটরিয়ালও কম্পিউটারটির সঙ্গে পাওয়া যাবে। বিস্তারিত : www.sysnova.com/ictcomputer সূত্র কালের কন্ঠ
Leave a Reply