আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী ইসলাম উদ্দিন। গতকাল বিদ্যালয় পরিচালনায় কমিটির নবনির্বাচিত সদস্যদের সভায় এ সিদ্ধান্ত হয়। জানা গেছে, পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুস সালামের প্রস্তাবের ভিত্তিতে ইসলাম উদ্দিনকে সর্বস্মতিক্রমে সভাপতি মনোনিত করা হয়। ইসলাম উদ্দিন দীঘদিন ধরে এলাকার শিক্ষা ও সামাজিক কাজে অগ্রনী ভূমিকা রাখছেন।