স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক না থাকায় চালু হচ্ছে না। বিদ্যালয় দুটি হলো কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর এলাকার আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলাকাবাসী সূত্র জানায়, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশব্যাপী বিদ্যালয় বিহীন গ্রামে ১৫০০ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিলে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সুপারিশে জন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা ও খালিকনগর গ্রামে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষা প্রকল্প থেকে দুটি সুরম্য বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের জানুয়ারির থেকে পাঠদান শুরুর কথা থাকলেও শিক্ষক না থাকায় বিদ্যালয় দুটি চালু করা যাচ্ছে না। শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ আব্দুল মালিক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ হাসিনার সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সহায়তায় শ্রীধরপাশা সহ জগন্নাথপুরে দুটি সরকারী বিদ্যালয় স্থাপন করা হয়। ইতিমধ্যে আমরা সুন্দর ভবন পেয়েছি। কিন্তু এখন পযর্ন্ত শিক্ষক না পাওয়ায় বিদ্যালয়গুলো চালু হচ্ছে না। আমরা বার বার শিক্ষকের জন্য শিক্ষা অফিসে গেলেও কোন কাজ হচ্ছে না। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দপ্তর সূত্র জানায়, বিদ্যালয় বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন কর্মূসূচীর আলোকে জগন্নাথপুর উপজেলার দুটি বিদ্যালয়ে সুরম্য বিদ্যালয় ভবন নির্মাণের মাধ্যমে সরকারি এ দুটি বিদ্যালয় স্থাপন করা হয়। চলতি বছরের জানুয়ারি মাস থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কার্য্রক্রম চালু করার কথা রয়েছে। সেই লক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষক নিয়োগে কিছু বিলম্ব হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যালয় দুটিতে দুজন শিক্ষক দেয়া হয়েছে। শ্রীঘ্রই পাঠদান শুরু হবে।
Leave a Reply