স্টাফ রির্পোটার ঃ জগন্নাথপুর পৌশহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অবঃ প্রাপ্ত প্রবীন শিক্ষক নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সরিদাকান্দা কতমহাঠি গ্রামের বাসিন্দা মতিউর রহমানের মৃত্যুতে ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় উদ্যোগে কোরআন খতম, খতমে খাজেগান, দোয়া মাহফিল ও শিরনী বিতরনী অনুষ্টিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন। এছাড়াও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অত্র মাদ্রাসায় অধ্যক্ষ মাওঃ ছমির উদ্দিন,সহকারী অধ্যক্ষ মাওঃ মাহবুবুল ওয়াছে, প্রভাষক এহছানুল করিম, মাওঃ বশির আহমদ, আব্দুল হাদী, আব্দুল খালেক, সিনিয়র শিক্ষক ছানুর আলী,শাহ অলিউর রহমান, আসমা বেগম, আজমল হোসাইন জামী, জালাল উদ্দিন, নুরুল ইসলাম তারেক, মাওঃ মফিজ উদ্দিন, ফজলুল হক, আবু সালেহ, মো তাজউদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন ও আব্দুল হাই ।
Leave a Reply