স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার দুটি ইউনিয়নে বিএনপির প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি। জোটের পক্ষ জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা শাহীনুর পাশা দুটি ইউনিয়নে প্রার্থী দেয়ার কথা থাকলেও তিনি তার দল থেকে কোন প্রার্থী চুড়ান্ত করতে পারেননি। এঅবস্থায় বিএনপি নেতাকর্মীরা পড়েছেন বিপাকে। বিএনপি নেতাকর্মীরা জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে বিএনপির প্রার্থী গত রাতে চুড়ান্ত হলেও রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে বিএনপি কোন প্রার্থী না দিয়ে জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলামকে এ দুটি ইউনিয়ন ছেড়ে দেয়। কিন্তু জমিয়ত কেন্দ্রীয় নেতা বিএনপির ভোটব্যাংক অধ্যুষিত এ দুই ইউনিয়নে নিজ দল থেকে কাকে প্রার্থী দিবেন তা চুড়ান্ত করতে পারছেন না। অভিযোগ উঠেছে এ দুটি ইউনিয়নে প্রার্থী নিয়ে নানা নাটকীয়তা ও মনোনয়ন বাণ্যিজের। ইউনিয়ণ পরিষদ নির্বাচনের মনোনয়ণপত্র দাখিলের সময়সীমা শেষ প্রান্তে চলে আসলেও রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে প্রার্থীতা চুড়ান্ত না হওয়ায় নেতাকর্মীরা বিভ্রান্তিতে রযেছেন। বিশেষ করে রানীগঞ্জ ইউনিয়নে বিএনপির শক্তিশালী প্রার্থী সামছুল ইসলাম ওপাইলগাঁও ইউনিয়নে বিএনপির অন্যতম প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমদ এর অনুসারীরা বিক্ষোব্দ হয়ে উঠেছেন। ইতিমধ্যে পাইলগাঁও ইউনিয়নে জালাল আহমদকে মনোনয়ন দেয়ার দাবিতে সভা করেছেন এলাকাবাসী।অপরদিকে শাহীনুর পাশা চৌধুরীর মনোনয়ন নিয়ে নাটকীয়তায় ক্ষুব্দ এ দুই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের দাবি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নে জমিয়তের ভোটব্যাংকে প্রার্থী না দিয়ে তিনি বিএনপি অধ্যুষিত ইউনিয়ন রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে প্রার্থী দিতে কেন গেলেন এনিয়ে চলছে নানা হিসেবে নিকেষ। তাছাড়াও এখনো তার নিজ দলের প্রার্থী কে হবেন তা তিনি চুড়ান্ত করতে না পারায় তাঁর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এবিষয়ে জানতে জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সাথে বার বার যোগাযোগ করার চেষ্ঠা করলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।