Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এক নারীকে পুলিশ কনস্টবল ধর্ষণ করেছে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: রাজধানীর তুরাগে এক কিশোরী ও শাহাজাহানপুরে এক নারী ধর্ষণের শিকার হয়েছে। শাহাজাহানপুরের ওই নারীকে এক পুলিশ কনস্টবল ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা জানান, কয়েকদিন আগে তুরাগের চন্ডালভোগের এক কিশোরীকে তার পার্শ্ববর্তী বাসার ৬৫ বছরের রেজাউল করিম ধর্ষণ করে।
বিষয়টি মঙ্গলবার রাতে জানাজানি হয়। রাতেই থানায় কিশোরীর ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে রেজাউলকে রাতে গ্রেফতার করা হয়।
এদিকে মঙ্গলবার রাতে শাহাজাহানপুর রেলওয়ে কলোনীর কোয়ার্টারে এক নারীকে ধর্ষণ করে আবদুস সবুর নামে এক পুলিশ কনস্টবল।
ওই নারী জানান, আবদুস সবুরের সঙ্গে তার ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের ছয় মাসের মাথায় স্বামী সবুর তাকে তালাক দেন। এরপর তিনি শাহাজাহানপুর রেলওয়ে কলোনীর কোয়ার্টারে থাকতেন। তালাক হলেও সবুরের সঙ্গে তার যোগাযোগ ছিল।
ওই নারীর অভিযোগ, মঙ্গলবার রাতে সবুর ওই বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। বুধবার ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন।
পুলিশ কনস্টবল সবুর রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত।
শাহাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন রাত ৯টায় জানান, মামলার প্রস্ততি চলছে।

Exit mobile version