Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাহজালাল মহাবিদ্যালয়ে ইংলিশ ডিবেট কমপিটিশন সম্পন্ন

স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়েইংলিশ ল্যাঙ্গুয়েক ক্লাব’ কর্তৃক প্রথম বারের মতো

‘Technology and social media are blessings
For modern life’ বিষয়ে ১৪ ই জানুয়ারি,২০২৪
খ্রি.তারিখে কলেজ মিলনায়তনে ইংলিশ ডিবেট অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.আব্দুল মতিন এতে মডেরেটর এবং ইংরেজি বিষয়ের প্রভাষক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কো-অর্ডি মো.আবু তাহের রানা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মাহমুদ সুলতান,অর্থনীতি বিষয়ের প্রভাষক,কবি মো.জহিরুল হক এবং পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মির্জা আমিনুল হক বিচারকের দায়িত্ব পালন করেন। ডিবেটে মো.সাইদুল আলম শাহ এর দল বিজয়ী হয় এবং ফাহিমা সিদ্দিকার দল রানার্স আপ হয়। এসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থেকে ইংরেজি বিতর্ক উপভোগ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন জানান কলেজের ভাল ফলাফলের পাশাপাশি সহ শিক্ষা কার্য ক্রম জোরদার,খেলা ধুলা,স্কাউটিং কার্যক্রম ও বিজ্ঞান ক্লাব ঘটনের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট শিক্ষার্থী ঘটনের উপর গুরুত্ব দিয়েছি।

Exit mobile version