1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি সোনা জব্দ, আটক ১ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি সোনা জব্দ, আটক ১

  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১৮০ গ্রাম সোনার বার এক যাত্রীবে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত ওই যাত্রীর নাম আতাউর রহমান। তিনি হবিগঞ্জের বাসিন্দা। গত রাতে তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকায় ফিরছিলেন। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।
আজ সকালে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ ) মো. সানোয়ারুল কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, গত রাতে শারজাহ থেকে আতাউর একটি ফ্লাইটে করে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার ইমিগ্রেশন শেষ করে গ্রীন চ্যানেল অতিক্রমের সময় সঙ্গে আনা ব্যাগগুলো স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ব্যাগের ভেতর দুইটি বড় হ্যামারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

তিনি বলেন, পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগে থাকা হ্যামার কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং তার প্যান্টের ভেতর থেকে স্বর্ণের পাঁচ পিস চুড়িসহ মোট ৫ কেজি ১৮০ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

গ্রেপ্তার আতাউরের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থামায় কাস্টমস আইন ও ফোজদারি একটি মামলা দায়ের করা হয়েছে।।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com