জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শাশুড়ির সঙ্গে বিরোধের জেরেই ডেভিন ক্যালি টেক্সাসের চার্চে হামলা চালান বলে দাবি করেছে পুলিশ। নির্বিচার গুলি চালানোর আগ মুহূর্তেও শাশুড়ি জামাতার তর্ক বিতর্ক হয় বলে নিশ্চিত করেছেন তারা।
পুলিশের ধারণা, শাশুড়িকে হত্যা করতেই চার্চে হামলার পরিকল্পনা করে ক্যালি। যদিও ওই সময় চার্চে উপস্থিত ছিলেন না ক্যালির শাশুড়ি। সাদারল্যান্ড স্প্রিংসের ওই চার্চে এলোপাতাড়ি গুলিতে নিহত হয় অন্তত ২৬ জন। হামলার সময় ডেভিনের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে।
এদিকে, ডেভিনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে পুলিশ।
বলা হচ্ছে, পালানোর সময় পুলিশ ধাওয়া করলে ডেভিনের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তাকে ধরতে গুলি ছোঁড়া হলেও পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে ক্যালি।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকারী ক্যালিকে মানসিকভাবে অসুস্থ বলায় তীব্র ক্ষোভ জানিয়েছে মার্কিনীরা।
Leave a Reply