হাবিবুর রহমান হাবিব: শাল্লা থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে শনিবার দিনগত রাত ১২:০১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শহীদ দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথম প্রহরে শাল্লা উপজেলা প্রশাসন, শাল্লা মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা থানা, শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, শাল্লা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, শাল্লা উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। ওপর দিকে আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম তালুকদারের পক্ষে মোঃ সানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জগলু রশীদ, কাঞ্চন মিয়া শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শাল্লা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।