জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস মার্কার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৮ মে) সকালে উপজেলার ৪নং ইউনিয়নের চব্বিশা গ্রামের ওই কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানাভাবে তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। তারই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দুই পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।