জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শাল্লায় আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার হবিবপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের নদীর পূর্বদিকের বরাম হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বরাম হাওর এলাকার বাসিন্দারা এক যুবকের লাশ দেখে স্থানীয় পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যুবকের পুরো শরীর আগুনে দগ্ধ। তার নাম-ঠিকানা কিছুই জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজ রবিবার (৩১ জানুয়ারি) শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়রা শনিবার বরাম হাওরে একটি লাশ দেখতে পান। পরে তারা থানায় ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Leave a Reply