স্টাফ রির্পোটার-তাহিরপুর উপজেলায় প্রথমবারের মত শারীরিক শিক্ষা বিষয়ের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত শিশুদের শারীরিক শিক্ষা সর্ম্পকিত যোগ্যতাগুলো অর্জনে কার্যকরী সহায়তায় শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা রির্সোস সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম ব্যাচের ছয় দিনের এই প্রশিক্ষণ গতকাল শনিবার সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশ নেন।
উপজেলা রিসোর্স সেন্টার ও শিক্ষকদের কাছ থেকে জানা যায়, শিশুর শরীর গঠন, সামাজিক, মানসিক ও নৈতিক বিকাশের মাধ্যমে যাতে সমাজে দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিকের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে পারে সেজন্য শিক্ষাক্রমে শারীরিক শিক্ষা বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের জন্য কোন পাঠ্যপুস্তক নেই। শিক্ষকরা শিক্ষক নির্দেশিকা অবলম্বন করে এ বিষয়ের যোগ্যতাগুলো অর্জনে শিশুদের কে সহায়তা করে থাকেন। যদিও বিদ্যালয় পর্যায়ে এ নির্দেশিক নেই বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, ছয় দিনের এই প্রশিক্ষণ বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয়ের পাঠ সঠিক ও কার্যকরভাবে উপস্থাপনের জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে শিশু সম্পর্কে ধারণা, শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের প্রয়োজনীয়তা , এ সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি ও কৌশল সর্ম্পকে আলোচনা করা হয়। বিদ্যালয়ে সমাবেশ, তথ্য ও যোগাযোগ, বিভিন্ন গেইমসের সংক্ষিপ্ত ইতিহাস ও নিয়মকানুন হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে। গতকাল বিকালে অনুষ্টিত সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রশিক্ষণের সহায়ক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সহায়ক গোলাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছিদুল ইসলাম, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাজুল ইসলাম, সীমন্ততলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা নার্গিস, ঘাঘটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষক সেলিম হায়দার। উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাকটর সৈয়দ আহমদ শাহলান বলেন, শারীরিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় ব্যাচ আগামিকাল ( আজ রোববার) থেকে শুরু হচ্ছে । প্রতিটি বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক এ প্রশিক্ষণ নিবেন।