জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জে-শায়েস্তাগঞ্জ সড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ নিহত ও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় ইজিবাইক চালক আবেদুর রহমান সোহাগ (২০) নিহত হন। তিনি চুনারুঘাট উপজেলার হাসেরগাও গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র। আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বিরতিহীন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
Leave a Reply