জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে আন্দোলনকারী শিক্ষকদের সাথে সভা করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রীর আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ হয়। শিক্ষামন্ত্রী প্রায় ৩ ঘন্টা আন্দোলনরত শিক্ষকদের বক্তব্য শুনেন।পরে শিক্ষামন্ত্রী চলমান সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষকরা তাদের চলমান অবস্থান ধর্মঘট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অতিরিক্ত সচিব ড. হেলাল উদ্দিন, যুগ্ম সচিব আমিনুল ইসলাম, উপসচিব এ জেড এম নূরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের পক্ষে প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, প্রফেসর ড. ইয়াসমীন হক, প্রফেসর ড. মো. ইউনুস, প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মো. আব্দুল গণি, প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান, প্রফেসর ড. দীপেন দেবনাথ, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক এডভোকেট মোহাম্মদ আব্বাছউদ্দিন প্রমুখ।এদিকে, শাবির বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডস্থ বাসায় শাবির ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভুইয়াকে আমন্ত্রণ জানিয়েছেন।