জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ও ঘটনায় ভারপ্রাপ্ত প্রক্টরসহ উভয় পক্ষের অন্তত ১৫জন কর্মী আহত হয়েছেন।
রোববার বিকেল বাকবিতন্ডার জের ধরে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসাইন ও সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার অনুসারী কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর হাসান।
তিনি বলেন, “ক্যাম্পাসের বি বিল্ডিং এর টঙে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে ফুডকোর্টে গিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। দফায় দফায় সংঘটিত সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গেলে আমিসহ অন্য দুই সহকারী প্রক্টর আবুহেনা পহিল, মাহদি মোহাম্মদ বাপ্পি আহত হয়েছেন।”
“উভয় পক্ষের ছোঁড়া ইটের ঢিলে আমাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। অনন্ত ১৫জন আহত হয়েছেন। তাদের অনেককেই সিলেট ওসমানি মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।”
মুশফিকুর রহমান জিয়া বলেন, প্রতিপক্ষের হামলায় আমাদের কর্মী নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মামুন শাহ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সুমন বাপ্পি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অনন্ত মাহমুদ আহত হয়েছেন।
আর শাখাওয়াত হোসাইন বলেন, জিয়ার অনুসারীদের হামলায় আমাদের পক্ষের লোকপ্রশাসন বিভাগের চতুথ বর্ষের শিক্ষার্থী আব্দুল বারী সজিব, বিভাগের রেজাউল করীম তানভির, একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান, সুজন বৈষ্ণব, সমাজকর্ম বিভাগের পারভেজ, নৃবিজ্ঞান বিভাগের রাব্বী এবং সৌরভ দাস আহত হয়েছেন।
জাহিদ হাসান বলেন, “আমরা উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
Leave a Reply