Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাবান মাসে বেশি বেশি দরুদ পড়ার ফজিলত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে,‘নিশ্চয়ই আল্লাহ তাআলা নবী (সা.)এর প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ তার জন্য রহমত কামনা করেন। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো।’ (সুরা-৩৩ আহজাব, আয়াত: ৫৬)।

এ আয়াতটি শাবান মাসেই অবতীর্ণ হয়েছে। অতএব বোঝা যায়, সব সময় দরুদ পড়ার গুরুত্ব থাকলেও শাবান মাসে তার গুরুত্ব অনেক বেশি। এজন্য অন্য মাসের তুলনায় এ মাসে আমাদের অধিক পরমিাণে দরুদ পড়া উচিৎ।

এছাড়াও রাসুলুল্লাহ (সা.) রজব ও শাবান মাসব্যাপী এ দোয়া বেশি বেশি পড়তেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান’। অর্থ: ‘হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন।’ (মুসনাদে আহমাদ ইবনে হাম্বল রহ. , প্রথম খণ্ড: ২৫৯, বায়হাকি, শুআবুল ইমান, ৩: ৩৭৫)। অতএব রমজান আসা পর্যন্ত আমরাও এ দোয়া পড়া অব্যাহত রাখবো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল আমাদের সময়

Exit mobile version