Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শান্তিগঞ্জে হাওরে পড়েছিল যুবকের নাক-কান কাটা মরদেহ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর থেকে মনির হোসেন (৩২) নামের এক যুবকের নাক-কান কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মনির হোসেন ওই গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে মনির হোসেন মাছ ধরার জন্য একই গ্রামের রাজন মিয়ার সঙ্গে বড়লাঠিয়ার বিলে যান। মাছ ধরা থেকে রাতে তিনি আর বাড়ি ফিরে না আসায়; রোববার সকালে পরিবারের লোকজন তাঁকে খোঁজতে বের হন। পরে গ্রামের হাওরে মনির হোসেনের নাক-কান কাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, মৃত দেহের নাক-কান কাটা, অণ্ডকোষ জখমপ্রাপ্ত ও মাথায় কুপের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Exit mobile version