Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শান্তিগঞ্জে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শান্তিগঞ্জে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার (৪ মার্চ) রাতে ৯ টার দিকে উপজেলার নারাইনপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল হবিগঞ্জ জেলার নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিলো (ঢাকা মেট্রো ১৪—২৭৬৬) বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী নারাইনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও অন্তত ১৫ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১৫—১৬ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের কিশোর মারা যান। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

Exit mobile version