Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শান্তিগঞ্জে জুয়া খেলার অভিযোগে ১২ জুয়াড়ি আটক

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃত জুয়াড়িদেরকে জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী গ্রামে জমির আলীর বাড়ী সংলগ্ন ইমন মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে আটক করে এবং তাদের কাছে থাকা জুয়া খেলার ৩১১টি তাস, একটি কম্বল ও নগদ ২০ হাজার ৩২০ টাকা জব্দ করে।

আটকৃতরা হলো— শান্তিগঞ্জ থানা এলাকার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফয়সাল (৫০), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. লিলু মিয়া (৪২), মৃত বিরাম উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (২৮), মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আক্তার হোসেন (২৬), মৃত একরাম হোসেনের ছেলে মো. ইজাজুল হক (৪০), আব্দুল করিমের ছেলে জুনেল আহমদ (৩৬), মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহীন আহমদ (২৮), আব্দুস সোবহানের ছেলে আলাউর রহমান (৪০), ইসকন্দর আলীর ছেলে শহিদ আলী (৪৫) ও মৃত সমর আলীর ছেলে রিপন আহমদ, নোয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জমির আলী (৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হেলেন মিয়া (৫০)।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জুয়াড়ি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version