স্পোটর্স ডেক্স:: জগন্নাথপুরে শহীদ মিনার প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ান হয়েছে বাসুদেব বাড়ী ক্রিকেট ক্লাব। বুধবার অনুষ্ঠিত তুমুল প্রতিদ্বন্ধীতাপূর্ণ ফাইনালে তারা দাসনোয়াগাঁও টাইগার্সকে ২ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে বাসুদেববাড়ী নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেটে ১০৭ রান করে। দলের পক্ষে মির্জা হোসাইন ৩৪ রান ও হৃদয় ৩১ রান করেন। দাসনোয়াগাঁও টাইগার্স এর তোফায়েল ৩, শুভ ২, জাবের ২ এবং রিপন ১ উইকেট লাভ করেন। জবাবে দাসনোয়াগাঁও টাইগার্স ময়ুকের বিধ্বংসী বোলিংয়ে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেটে ১০৫ রানেই আটকে যায়। বাসুদেব বাড়ীর ময়ূক ৫, বিল্লাল ২, রাজিব ১ ও হৃদয় ১ উইকেট লাভ করেন। বিজয়ী দলের ময়ূক ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নাামেন্ট, টুর্নামেন্ট সেরা বোলার ও সেরা ব্যাটস্ম্যান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিভাস দেব, পৌর বিএনপি নেতা দিলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাজল বনিক, সাবেক ক্রিকেটার অরূপ সরকার, দেবু দেব প্রমুখ এসময় আয়োজকদের পক্ষ থেকে সাবেক ক্রিকেটারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সুবির বিজয় চৌধুরী, সুদিপ ভট্টাচার্য্য, সুবল দেব প্রমুখ।
Leave a Reply