স্টাফ রিপোর্টার::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে
পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর মুক্তিযাদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌরসভা, উপজেলা বিএনপির পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় শহিদ মিনারে প্রাঙ্গণে প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।