জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে উপলক্ষে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনার সংস্কারের পাশাপাশি কলেজে আল্পনা দিয়ে সাজিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আয়োজক সুত্রে জানা যায়, সিলেট সরকারি কলেজের শহীদ মিনার বেশ কিছুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিলো। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে চাদা তুলে শহিদ মিনারের সংস্কার করেছেন এবং আল্পনা এঁকে কলেজ ক্যাম্পাস সাজিয়েছেন।
সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, এরাই আসল ছাত্রলীগ। মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে এভাবেই আরো এগিয়ে যাবে তারা।
Leave a Reply