স্টাফ রিপোর্টার- শমসরনগর ফুটবল টুর্ণামেন্টে জগন্নাথপুর ফটবল একাদশ সেমিফাইনালে উঠেছে। শনিবার শসসরনগর মাঠে অনুষ্ঠিত খেলায় জগন্নাথপুর ফুটবল একাদশ ২-১ গোলে চুনারুঘাট ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
জগন্নাথপুর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান জানান, জগন্নাথপুর ফুটবল একাদশ ধারাবাহিকভাবে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে। আগামীতে ফাইনালে উর্ত্তীণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে জগন্নাথপুরবাসীর দোয়া কামনা করেছেন। এদিকে শমসর নগর ফুটবল টুর্ণামেন্টে জগন্নাথপুর ফুবটল একাদশ সেমিফাইনালে উর্ত্তীর্ণ হওয়ায় ক্রীড়াঙ্গনে আনন্দ দেখা দিয়েছে।
Leave a Reply