Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শপথ নিলেন জগন্নাথপুরের সাত চেয়ারম্যান

এডভোকেট জুয়েল মিয়া সুনামগঞ্জ থেকে:; জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহন করেছেন্। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম তাদেরকে শপথ বাক্য পাঠ করান। আজ বেলা তিনটায় জেলা পরিষদ সন্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন, কলকলিয়া ইউনিয়নের আব্দুল হাশিম, পাটলী ইউনিয়নের সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের সহিদুল ইসলাম রানা,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তৈয়ব মিয়া, আশারকান্দি ইউনিয়নের আবু ঈমানী,পাইলগাঁও ইউনিয়নের মখলিছুর রহমান। শপথ গ্রহনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
IMG-20160628-WA0002- copyএসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার সাত চেয়ারম্যানসহ দিরাই-শাল্লার নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন।

Exit mobile version