বিশেষ প্রতিনিধি::
লকডাউন শিথিলে কোরবানির ঈদকে সামনে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে উপচেপড়া ভিড় বেড়েছে।
আজ রোববার (১৮ জুলাই) দিনের অধিকাংশ সময় শহরের কোরবানির হাট, বিভিন্ন বিপনী বিতান, গার্মেন্টসের দোকান,সবজিবাজারসহ শহরের সর্বত্রজুড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে।
সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌরশহরের হেলিপ্যাড এলাকায় কোরবানির পশুর হাট বসে। হাটে ক্রেতা বিক্রেতাদের ঢল নামে। শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। শহরের পৌরপয়েন্ট, হেলিপ্যাড,টিএনটি সড়ক, মুক্তিযোদ্ধা মোড়, ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট, ইকড়ছই অস্থায়ী অটোরিকশা স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ন এলাকায় উপচেপড়া ভিড় ছিল। এছাড়া ঈদের কেনাকাটায় বিপনী বিতান ও কাপড়ের দোকানগুলোতে নারী-পুরুষসহ সব বয়সি মানুষের ভিড় পরিলক্ষিত হয়। এসব এলাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত ছিল। অধিকাংশ মানুষ মাস্ক ছাড়াই অবাধে ঘুরছেন। যে কারণে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে সচেতনমহল মনে করছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলাবাসী সূত্র জানায়, চলতি বছরের ১২ এপ্রিল থেকে করোনায় দ্বিতীয় ধাক্কায় জগন্নাথপুর উপজেলায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
১৭ জুলাই পর্যন্ত এ উপজেলায় ৩৬১ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সুস্থ আছেন ২৭৮ জন। চিকিৎসাধীন ৭১ জন হোম আইসোলেশনে ও ৮ জন হাসপাতাল আইসোলেশনে ভর্তি আছেন। মারা গেছেন ৪ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুন উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিতু খান (৩৬) করোনা আক্রান্ত হয়ে মারা যান। গত ২৪ জুন তাঁর মা হায়ারুনেছা(৬৫) ও ২৩ জুন একই গ্রামের নুর উদ্দিন (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান। ২ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা খসরু মিয়া। তাকে আক্রান্ত অবস্থায় দেখতে গিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান ও সহ সভাপতি রাজু আহমদ আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ৫ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান পৌর শহরের হবিবপুর গ্রামের আবু বক্কর (৪৬) ৬ জুলাই যাত্রাপাশা গ্রামের নির্মলা রানী গোপ (৬২) ৭ জুলাই উপজেলার বাউধরন গ্রামের জব্বার মিয়া (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, সম্প্রতিকালে উপজেলা সদরে উদ্বেগজনক হারে সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ না করা গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধরে বলেন, জগন্নাথপুরে ৩৬১জন করোনা আক্রান্ত হন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৭৮জন। চিকিৎসাধীন আছেন ৭৯জন। মৃত্যবরণ করেছেন ৪জন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে আমরা কাজ করছি।