এনাম উদ্দিন:: লন্ডনের কেনিংটন ওভালে ৪র্থ ও শেষ টেস্টের ২য় দিনে পাকিস্তানের ব্যাটসম্যান আসাদ সফিক ১০৯ রানে সাজ ঘরে ফিরলে ও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ১০১ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে ১২ রানে এগিয়ে আছে পাকিস্তান।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩২৮
পাকিস্তান ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩/১) ৯১ ওভারে ৩৪০/৬ (সামি ৩, আজহার ৪৯, ইয়াসির ২৬, শফিক ১০৯, ইউনুস ১০১*, মিসবাহ ১৫, ইফতিখার ৪, সরফরাজ ১৭*; ওকস ২/৫২, ফিন ২/৭১, ব্রড ১/৫৯, মইন ১/৮৩