জগন্নাথপুর২৪ ডেস্ক::
মাউন্ট মঙ্গানুইয়ে রবিবার পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে এবারের নারী বিশ্বকাপে শুভ সূচনা করেছে ভারত। যেখানে বিশ্বকাপে চারবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতেই পাকিস্তান নারী দলকে হারিয়েছে ভারত। ভারতীয় দলের এমন রেকর্ডের সঙ্গে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন দলের অধিনায়ক মিথালি রাজ।
মাউন্ট ম্যাঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখেন মিথালি।
নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড করেন ভারতীয় অধিনায়ক।
প্রায় ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২০০০, ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ ও ২০২২- এই ছয়টি বিশ্বকাপ খেললেন ভারতীয় নারী ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক।
মিথালির আগে এমন কৃতিত্ব আছে দু’জন পুরুষ ক্রিকেটারের। তারা হলেন ভারতের শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ।
যাদের প্রত্যেকের কেবিনেটে আছে একটি করে বিশ্বকাপ শিরোপা।