স্টাফ রিপোর্টার: প্রথমা থেকে প্রকাশিত লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক কবি সাংবাদিক সুমনকুমার দাশের লেখা ‘শাহ আবদুল করিম: জীবন ও গান’ বইটি জন্মশত বার্ষিকীর পরম উপহার বলে অভিহিত হয়েছে। বইটির প্রকাশনা অনুষ্ঠানে আলোচকেরা বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠানকে অভিনন্দিত করে বলেছেন, বইটি সাধারণ পাঠককে যেভাবে আকৃষ্ট করবে, তেমনি গবেষকদেরও প্রয়োজন মেটাবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি শাহ আবদুল করিমের জন্মশত বার্ষিকী। করিম অনুরাগীদের কাছে শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকীর একটি পরম উপহার হিসেবে পাঠকমহলে সমাদৃত হবে ‘শাহ আবদুল করিম: জীবন ও গান’ বই।
শনিবার সিলেটে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকেরা। সিলেট সিটি করপোরেশনের মিলনায়তনে বই আলোচনা আর শাহ আবদুল করিমের শিষ্য বাউলদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনা অনুষ্ঠান বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলে অনুষ্ঠান। শুরুতেই বইয়ের ওপর আলোচনা হয়। প্রকাশনা অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের সভাপতি তুষার করের সভাপতিত্বে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেটের কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, ডক্টর মোস্তাক আহমাদ দীন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল রানা। প্রকাশনা অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের সদস্য-সচিব মইনুদ্দিন আহমদ জালাল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে বইয়ের লেখক সুমনকুমার দাশ বক্তৃতা দেন। আগামী ১৫ ফেব্রুয়ারি করিমের জন্মের শতবর্ষ পূর্ণ হবে, এরই পরিপ্রেক্ষিতে প্রথমা বইটি প্রকাশ করার বিষয়টি তিনি জানান। সুমন বলেন, বইয়ে নির্মোহ ও নিবিষ্ট দৃষ্টিতে বাউলগানের কিংবদন্তি-নায়কের জীবন ও কর্মগাথা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
বইয়ের আলোচনায় শুভেন্দু ইমাম বলেন, ‘শাহ আবদুল করিম তাঁর জীবনযাপন ও সৃষ্টিকর্মের মাধ্যমে বাউল সাধনার উচ্চমার্গে পৌঁছেছিলেন। বাউল গানের পাশাপাশি এ দেশের দুখী মানুষের কথা, দেশের কথা, সাধারণ মানুষের কথা তাঁর গানে সুন্দরভাবে ফুটে উঠেছে। বাউল করিমের জীবন ও গান নিয়ে আকরগ্রন্থ শাহ আবদুল করিম: জীবন ও গান। এই বই সাধারণ পাঠকদের যেমন আকৃষ্ট করতে,তৃপ্তি দেবেÑতেমনি গবেষকবৃন্দের প্রয়োজন মেটাবে।’ আগামী ১৫ ফেব্রুয়ারি শাহ আবদুল করিমের জন্মশত বার্ষিকী উদযাপনের কথা জানিয়ে তিনি বলেন, ‘করিমের জন্মশত বার্ষিকীতে এ বই করিম অনুরাগীদের জন্য একটি পরম উপহার।’
মোস্তাক আহমাদ দীন তাঁর আলোচনায় বইটি পরবর্তী গবেষকদের জন্য অবলম্বন হয়ে উঠবে উল্লেখ করে বলেন, ‘একটি গবেষণাকাজে গবেষকদের যে দৌড়ঝাপ করতে হয়, ঘাঁটাঘাঁটি করতে হয়, শাহ আবদুল করিমকে নিয়ে এই বই হাতে পেলে তা আর করতে হবে না।’
শাহ আবদুল করিমকে আপোসহীন জাতিসত্ত্বার জাগরণের এক প্রতীক অভিহিত করে সরকার সোহেল রানা বলেন, ‘সকল স্বার্থ ও অর্থের বাইরে মানবের যাপিত জীবনের এক প্রতিষ্ঠান আবদুল করিম। বইটিতে শাহ আবদুল করিমের মর্মসত্ত্বা ও মর্মবাণীকে গভীরভাবে অনুধাবণ ও বিশ্লেষণ করার চেষ্টা এক কথায় সফল হয়েছে বলা যায়।’
প্রকাশনা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কবি তুষার কর শাহ আবদুল করিমকে লোকসংস্কৃতির ‘খনি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘শাহ আবদুল করিম একটি খনি। সুমনকুমার দাশ এই গ্রন্থে সেই খনির সন্ধান দিয়েছেন। গানই করিমের জীবন। এই অনন্য জীবন কথাই বর্ণিত হয়েছে শাহ আবদুল করিম : জীবন ও গান বইয়ে।’
বইটি প্রকাশ সময়োপযোগী উল্লেখ করে তুষার কর আরও বলেন, ‘করিমের জন্মশতবার্ষিকীর পরম উপহারের এ গ্রন্থ একটি অনুপম দলিলও। এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা নিয়েই আবার একেকটি গ্রন্থ হতে পারে। করিমের গানের রূপ কল্পে, চিত্র কল্পে এসেছে মানুষ। এই গ্রন্থ থেকে সুমনকুমার দাশ আমাদের বোঝাতে চেয়েছেন করিমের জীবনকে। আমাদেরকে বোঝাতে চেয়েছেন মানুষ জাগুক, করিম ভাই-ও চাইতেন মানুষ জাগুক। মানুষ জাগলে দেশ জাগবে।’
আলোচনা পর্বের পর বাউলগানের মধ্যদিয়ে প্রকাশনা অনুষ্ঠান সমাপ্ত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের আবৃত্তিশিল্পী নাজমা পারভীন। দ্বিতীয় পর্বে শাহ আবদুল করিমের শিষ্য বাউলদের পরিবেশনায় বাউল গান হয়। শাহ আবদুল করিমের জনপ্রিয় গান পরিবেশন করেন বাউল আবদুর রহমান, বাউল সূর্যলাল, বাউল বশিরউদ্দিন সরকার, বাউল তোতা মিয়া ও বাউল আজগর আলী। এ ছাড়া শিল্পী লাভলী দেব ও সৌরভ সোহেল গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সিলেটের স্বারস্বত সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য-সংস্কৃতি-নাট্য অঙ্গনের বিশিষ্টজনেরাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।