জগন্নাথপুর২৪ ডেস্ক::লেবাননের মেটোন শহরে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে দুই প্রবাসী বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদপত্র দ্য ডেইলি স্টার জানিয়েছে, আগুন লাগার কারণ তাৎণিকভাবে জানা যায়নি।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে জানান, সোমবার সকাল সোয়া ৭টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা দেরিতে শুরু হওয়ায় তাদের বাঁচানো যায়নি।
পত্রিকাটির খবরে বলা হয়, নিহতরা বাংলাদেশি নাগরিক। তারা লেবাননে কাজ করতেন। সূত্র : ইউএনবি
Leave a Reply