সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের রফিকমিয়া দালাল চক্রের শিকার হয়েছেন । জানাযায় বিগত ২০১৬সালের ১লা আগস্ট রফিক মিয়া লিবিয়া যাওয়ার জন্য দিরাই উপজেলার সোয়াতিমুর গ্রামের ছোয়াব উল্লার ছেলে আলী হায়দার আলী ও একই গ্রামের সৈয়দ উল্লার ছেলে আমির হোসেনের সাথে লিবিয়া যাওয়ার জন্য চুক্তি হয় । চুক্তি অনুযায়ী এক মাসের মধ্যে লিবিয়া নেয়ার জন্য ৩ লক্ষ টাকায় চুক্তি হয় । রফিক মিয়া বিদেশ নেওয়ার আগে ২ লক্ষটাকা দালাল আলী হায়দার ও আমির হোসেনকে দিয়েছেন । লিবিয়া যাওয়ার পরে বাকি ১ লক্ষ টাকা দেয়ার কথা ছিল । টাকা দেওয়ার পরে রফিক মিয়া বুজতে পারেন তার সাথে প্রতারনা করা হচ্ছে । রফিক মিয়া বলেন, আমাকে বিদেশ নেওয়ার কথা বলে আমার সাথে প্রতারনা করা হয়েছে । এখন পর্যন্ত আমাকে লিবিয়া নেওয়া হয়নি তাছাড় ২ লক্ষ টাকা তাদেরকে দিয়েছি । এ ব্যাপারে একাদিকবার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি । পরে বিগত বুধবার ৩মে আমি বাদী হয়ে দিরাই উপজেলার সোয়াতিমুর গ্রামের ছোয়াব উল্লার ছেলে আলী হায়দার আলী ও একই গ্রামের সৈয়দ উল্লার ছেলে আমির হোসেনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেছি।
Leave a Reply