জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩১ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৬০ কিলোমিটার পূর্বের শহর গারাবুলির উপকূলীয় এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।
খবর বিবিসি’র।
খবরে বলা হয়, পরে উদ্ধারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ৬০ জনকে এবং অপর নৌকায় থাকা ১শ’ ৪০ জনকে জীবিত উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার লিবিয়ার কোস্টগার্ড প্রায় ২শ’ ৫০ জনকে উদ্ধার করে।