স্পোর্টস ডেস্ক::
অ্যাথলেতিকো বিলবাও পাত্তাই পেলো না বার্সেলোনার কাছে। নব্বই মিনিটের খেলা ৮০ ভাগই ছিলো বার্সার নিয়ন্ত্রণে। ফলে একের পর এক গোল করে নিজেদের নিয়ে যায় জয়ের বন্দরে।
উসমান দেম্বেলে বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরই দুর্দান্ত এক গোল করলেন। সেখান থেকে তাদের আর নাড়াতে পারল না আথলেতিক বিলবাও। টানা তৃতীয় ম্যাচে গোল উৎসব করলো জাভি হারনান্দেজের দল।
ক্যাম্প ন্যুয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। বাকি দুই গোল করেন লুক ডি ইয়ং ও মেমফিস ডিপাই।
গত রোববার লা লিগায় ভালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর বৃহস্পতিবার ইউরোপা লিগে নাপোলিকে ৪-২ ব্যবধানে হারায় কাতালান ক্লাবটি। মার্কা, সম্পাদনা : এল আর বাদল