1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
লামাকাজীতে ফ্রেন্ডস্ ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

লামাকাজীতে ফ্রেন্ডস্ ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৬৬ Time View

আজ রবিবার সিলেটের সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং লামাকাজী পূর্বপারে ফ্রেন্ডস্ ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেলে লালারগাঁও উত্তরের মাঠে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনর মিয়া।
বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও সৌদি আরব প্রবাসী হাজী গিয়াস উদ্দিন সুরজ মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাজী তোতা মিয়া, ক্রীড়া সংগঠক মোঃ আঙ্গুর আলম তুষার, ক্রীড়া সংগঠক আব্দাল হোসেন নাহিদ, ক্রীড়া সংগঠক আফজাল হোসেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী সদস্য, দি সিলেট চেম্বার অব এন্ড ইন্ডাষ্ট্রি লিঃ এর সদস্য ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, ইয়ং স্টার ক্লাবের সাবেক ফুটবলার সিদ্দিকুর রহমান সাদেক, জয়নাল আবেদিন, সম্রার্ট স্পোটিং ক্লাবের ফুটবলার আনোয়ার পাশা, লামাকাজী রাইড্রার্স এর অধিনায়ক রাসেল আহমদ প্রমুখ। খেলায় পরিচালকের দ্বায়ীত্ব পালন করেন লালারগাঁও ফুটবল ক্লাব(এল.এফ.সি)র সদস্য খায়রুল আলম, সহকারী পরিচালকের দ্বায়ীত্ব পালন করেন আল আমিন ও আহমদ জুবায়ের।
উদ্বোধনী ম্যাচে ইয়ং স্টার বলাউরা ট্রাইব্রেকারে ২-১ গোলে প্রতিপক্ষ এলজি রয়েলস লামাগাঁও দলকে পরাজিত করে। পরের ম্যাচে লামাকাজী ভাই ভাই স্পোটিং ক্লাব ১-০ গোলে প্রতি পক্ষপক্ষ আম্বরখানা মেসার্স জুনেদ এন্টারপ্রাইজকে পরাজিত করে। উদ্বোধনী খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিজয়ী দলের হাতে তুলে দেন।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com