Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লাইসেন্স ছাড়াই চলছে জগন্নাথপুরসহ জেলার ১২টি ডায়াগনস্টিক সেন্টার , পাটলীতে লাইসেন্সবিহীন হাসপাতাল

জগন্নাথপুর২৪ ডেস্ক::

‘আপনার ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স—ই নেই, আপনি কীভাবে এসব পরীক্ষা—নিরীক্ষার কাজ করছেন, ব্যবসা করতে হলে আইন—কানুন মেনে করুন’ এমন কথা এই প্রতিবেদক বলার পর ডায়াগনস্টিক সেন্টারের মালিক পরিচয়ে মনছুর আহমদ নামের ওইব্যক্তি জানালেন, আমাদের কাগজপত্র সবই আছে লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের নামে। সিভিল সার্জন অফিসের এ সংক্রান্ত তালিকায় আপনার ডায়গনস্টিক সেন্টারের নাম দি ডায়গনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, জগন্নাথপুর, ফোন নম্বর দেওয়া আছে ০১৬০৯৫৩৩৬৬৯। লাইফ কেয়ার ডায়গনস্টিন সেন্টারের নামেও কোন লাইসেন্স নেই জগন্নাথপুরে।’

এই কথার আর কোন জবাব দিলেন না মনছুর আহমদ। বললেন,‘আপনি ঠিকই বলছেন ভাই, আইন মান্য করে ব্যবসা করা ভালো’।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের দি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’এর মালিক মনছুর আহমদ এভাবেই কথা বলছিলেন এই প্রতিবেদকের সঙ্গে।

হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের তালিকায় এই ডায়গনস্টিক সেন্টারটির নামের পাশেও ‘লাইসেন্সবিহীন’ উল্লেখ আছে সিভিল সার্জন অফিসের তালিকায়।

কেবল এই ডায়াগনস্টিক সেন্টার নয়, জেলার দোয়ারাবাজার উপজেলার সাদিক ডায়াগনস্টিক সেন্টার, ছাতকের গোবিন্দগঞ্জের ভিশন ডায়াগনস্টিক সেন্টার, শান্তিগঞ্জের পাগলাবাজারের রুরাল ডেভেলপমেন্ট হেল্থ কেয়ার ফাউন্ডেশন (হাসপাতাল), রুরাল ডেভেলপমেন্ট হেল্থ কেয়ার ফাউন্ডেশন (ডায়াগনস্টিক সেন্টার), জগন্নাথপুরের পাটলি এলাকায় আরডিএফ ম্যাটারনিটি কেয়ার ( প্রাইভেট হাসপাতাল) এবং জগন্নাথপুর উপজেলা সদরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, দিরাই উপজেলা সদরের ইয়াসিন ডায়াগনস্টিক সেন্টার, হাজেরা ডায়াগনস্টিক সেন্টার, শাল্লার দি মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, জামালগঞ্জের সাচনা বাজারের মেডিকন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ধরমপাশার ফেয়ারহেল্থ ডায়াগনস্টিক সেন্টার ও শেফা ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স না করেই বহাল তবিয়তে ডায়াগনস্টিকের মত স্পর্শকাতর ব্যবসা চালাচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী সুনামগঞ্জ জেলায় বৈধ—অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ৯৩ টি। এরমধ্যে লাইসেন্সবিহীন রয়েছে ১৩ টি। এগুলোর মধ্যে লাইসেন্সের আবেদন করায় ছয়টি পরিদর্শন করেছে স্বাস্থ্য বিভাগের পরিদর্শক দল। সেই অনুযায়ী তারা উর্ধ্বতন কতৃর্পক্ষকে রিপোর্টও দিয়েছেন। কিন্তু এখনো (বৃহস্পতিবার) পর্যন্ত তারা লাইসেন্স পায় নি। অন্য আরও চারটির আবেদন হলেও পরিদর্শন এখনো হয় নি। অন্যগুলো লাইসেসন্স বিহীন থাকায় বন্ধ দেখানো হয়েছে। সিভিল সার্জন অফিসের তালিকায় বন্ধ দেখানো, জগন্নাথপুরের পাটলি’র আরডিএফ ম্যাটারনিটি কেয়ার হাসপাতাল ও ধরমপাশার শেফা ডায়াগনস্টিক সেন্টার বৃহস্পতিবারও খোলা দেখা গেছে।

জগন্নাথপুরের পাটলি’র আরডিএফ ম্যাটারনিটি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক পরিচয়ে জুয়েল আহমদ চৌধুরী নামের একজন এই প্রতিবেদককে বৃহস্পতিবার বিকাল পাঁচটা ৩৪ মিনিটে জানিয়েছেন, ম্যাটারনিটি’র ক্ষেত্রে ২৪ ঘণ্টা খোলা রাখেন তারা। শুক্রবারও খোলা আছে।

সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রুকনুদ্দিন মোল্লা বললেন, গেল বছর মার্চ মাসে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনায় জানানো হয়েছে, লাইসেন্সবিহীন হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স পাওয়া আগে পর্যন্ত বন্ধ থাকবে। আবেদন করেই ব্যবসা করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে লাইসেন্স দেবার আগে পর্যন্ত কেউ এই ব্যবসা করতে পারবেন না। পুরোনো লাইসেন্স নবায়ন না করলে ব্যবসা করতে পারবেন, তবে নিয়মের ব্যত্যয় ঘটানোয়, সেই ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে।

সারাদেশে অবৈধ ডায়াগনস্টিকে অভিযান চলছে, অথচ সুনামগঞ্জে বহাল তবিয়তে কীভাবে ব্যবসা করছে কোন কোন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার জানতে চাইলে, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন বললেন, সবাইকে এই বিষয়ে সচেতন করে দেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া কীভাবে ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখা হচ্ছে গুরুত্বে সঙ্গে খেঁাজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

সুত্র- সুনামগঞ্জের খবর

Exit mobile version