এনাম উদ্দিন::লর্ডস টেস্টে পাকিস্তানের জয়। ইয়াসির সাহার বোলিং তোপে লর্ডস টেস্টে পাকিস্তান ৭৫ রানে জয় পেয়েছে। ইয়াসির সাহা ১০/১০৮ রানে!!! ইংল্যান্ড ১ম টেস্ট /৪র্থ দিন- কুক(৮),হেলস(১৬) রুট(৯) ভিন্স(৪২) ব্যালেন্স(৪৩) বিয়ারস্টো(৪৮) মঈন আলী (২) ওকস(২৩) ব্রড(২) ফিন(৪)* বল(৩) ইয়াসির ৪/৩১ আমির ২/৩৯। রিয়াজ ১/৪৬ রাহাত ৩/৪৭। ২০ বছর পর পাকিস্তান লর্ডসে টেস্ট জিতে নিলো। ম্যান অব দ্যা ম্যাচ ইয়াসির সাহা।