লন্ডন হাই কমিশনে জাতীয় শোক দিবস পালন যথাযোগ্য মর্যাদায় লন্ডন হাই কমিশনে পালিত হল জাতির জনক বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।এতে সভাপতিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ সরকারের হাইকমিশনার আব্দুল হান্নান। সভায় বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ এমপি মাইকেল বার্ন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফসহ প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতারা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী।
আলোচনা সভা শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক দিবসের বাণী পাঠ করে শোনানো হয়। বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে একটি অংশ পাঠ করে শোনান হাইকমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির। কবিতা আবৃত্তি করেন উর্মি মাজহার।
Leave a Reply