1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
লন্ডন পুলিশের ২৩ সেকেন্ডের অভিযান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

লন্ডন পুলিশের ২৩ সেকেন্ডের অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৩২০ Time View

জগন্নাথপৃুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডন ব্রিজ হামলার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। এতে দেখা যায় তিন হামলাকারী বরো মার্কেট এলাকায় ছুরিকাঘাত করে ঠান্ডা মাথায় প্রবেশ করতে চেষ্টা করে হুইটশিপ নামের একটি পাব-এ। কিন্তু এর ভিতর থেকে প্রতিবন্ধকতা তৈরি করেন স্টাফরা। সন্ত্রাসীরা ব্যর্থ হয়ে ফিরে আসে। ফিরতেই পুলিশের মুখোমুখি হয়। চলন্ত গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যরা খুব কাছে থেকে একে একে তিন সন্ত্রাসী খুররম ভাট, রাচিড রেদোয়ান, ইউসেফ জাঘবাকে গুলি করে হত্যা করে। এতে পুলিশকে ৫০ রাউন্ড বুলেট খরচ করতে হয়। বুধবার রাতে এ ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, পথচারীদের হত্যাকারী তিন সন্ত্রাসীকে পুলিশ খতম করে ২৩ সেকেন্ডের মধ্যে। তারা হুইটশিফ পাবে বাধা পেয়ে ফেরার পথেই মুখোমুখি হয় আর্মড রেসপন্স ভেহিক্যালের। এতে সশস্ত্র অবস্থায় প্রস্তুতি নিয়ে অবস্থান করছিলেন পুলিশ সদস্যরা। একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে হামলাকারীর খুব কাছে থামে। সঙ্গে সঙ্গে তা থেকে নেমে পড়েন এক পুলিশ সদস্য। হাতে আগে থেকেই অস্ত্র তাক করা ছিল। তা থেকে খুব কাছে পেয়ে সন্ত্রাসী খুররম ভাট ও তার সহযোগিদের ঝাঁঝরা করে দেয় গুলি। এরই মধ্যে পিছনে এসে থামে পুলিশের আরেকটি গাড়ি। তা থেকে নেমে আসেন আরো পুলিশ সদস্য। তারাও গুলি করতে থাকে সন্ত্রাসীদের। এভাবে সবকিছু ঠা-া করতে তাদের সময় লাগে মাত্র ২৩ সেকেন্ড।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com