জগন্নাথপুর২৪ ডেস্ক::
বৃটেনের লন্ডন টাওয়ার ব্রিজ থেকে নদীতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। সে এলিফ্যান্ট এন্ড ক্যাসেলের আর্ক গ্লোব একাডেমির ক্লাস (ইয়ার) এইটের ছাত্র। ১৩ বছর বয়সী শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তার সহপাঠিরা জানিয়েছেন, সে সকালে বাসে করে বন্ধুদের সাথে স্কুলে আসছিলো। ঘটনাকে নিখোঁজ হিসাবে তদন্ত করে যাচ্ছে পুলিশ। গত মঙ্গলবার সে স্কুলে যাওয়ার পথে নদীতে পড়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ম্যাট জোন্স।
নিখোঁজের পিতা-মাতাকে লেখা চিঠিতে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় সে বাস থেকে স্কুলের স্টপে না নেমে আগের স্টপে (লন্ডন ব্রিজের কাছে) নেমে পড়ে। এরপর সে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে শিশুটিকে বাঁচাতে স্থানীয় এক বাসিন্দা পানিতে নামলেও সে পানিতে ডুবে যাওয়ায় উদ্ধার করতে পারেননি।
তবে তার স্কুল ব্যাগ ও জ্যাকেট উদ্ধার করতে সক্ষম হন। লন্ডন সিটি পুলিশ, দমকল কর্মী, সামুদ্রিক ইউনিট উদ্ধারে নামলেও শিশুটিকে পাওয়া যায়নি।
Leave a Reply