আমিনুল হক ওয়েছঃ -লন্ডনে হবিবপুর জনকল্যান ট্রাস্ট্র জগন্নাথপুর ইউকে এর সাধারন সভা গত ২৩শে জানুয়ারি সোমবার লন্ডনের মক্কা গ্রীল রেস্টুরেন্টে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য আবুল বশর সুজাত উল্লাহ মিফতা এবং মুহিবুর রহমানের যৌথ পরিচালায় অনুষ্ঠিত হয় ।
সভায় স্পিকারের দায়িত্ব পালন করেন হাফিজ সফিকুর রহমান ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী আকাশ, সামছুল ইসলাম রাজন, ইমরুল হক হীরক, রিজিক হাসান মুরাদ, সিব্বির আহমদ খোকন, জয়নাল মিয়া, তুহিনুর , আশরাফ আলী, কমর উদ্দীন, সফি মিয়া, রুনু মিয়া , সিমন চৌধুরী, নুর আলী, সুমন আহমদ, ওয়ারকান হাসান, হাসিন মিয়া, সুমন আহমেদ, হাফিজ আলী, রুহেল আমীন, আবু তাহের, আবু বক্কর, জুবের আহমদ।
পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে সভা শুরু হয়ে ট্রাস্টিগন বিগত দিনে ট্রাস্টের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন এবং ভবিষৎ কর্ম পরিকল্পনা করেন ।
সভায় ৩২জন ট্রাস্টি আগামী এক বছরের মধ্যে ৩২ হাজার পাউন্ড ট্রাস্টের ফান্ডে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবব্দ হন ।
ট্রাস্টের নিয়ম অনুসারে নতুন পরিচালনা পর্ষদ মনোনীত করা হয় পরিচালনা পর্ষদের নতুন সদস্যবৃন্দ হলেন জিল্লুর রহমান আতর আলী, রুনু মিয়া, রুহেল আমিন, হাসিন মিয়া, সুমন আহমেদ, ওয়ারকান হাসান ।
Leave a Reply