আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে :
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়ব মিয়া কামলী বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় লন্ডনে গণসংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জবাসী।
সোমবার পূর্বলন্ডনের একটি হলে জগন্নাথপুরের প্রবীন ব্যক্তিত্ব , লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে এবং লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য আঙ্গুর আলী ও যুক্তরাজ্য যুব শ্রমিক লীগ এর সাংগঠনিক সম্পাদক হারিক কামলীর যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক, সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা , সিলেট এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, বারা অব টাওয়ার হ্যামলেটের কাউন্সিলার মতিনুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব মিয়া, সংবর্ধিত অতিথি তৈয়ব মিয়া কামালী,যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা গোলাম জিলানি সুহেল,
যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, মতিউর রহমান কামলী প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার ইউকে সভাপতি তাহের কামলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোছাদ্দেক হোসেন কামালী,
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক লুৎফর রহমান সায়েদ, আওয়ামী লীগনেতা খালেদ কামলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সফিক মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য বদরুজ্জামান শামীম, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ কার্যকরী সভাপতি এডভোকেট সামছুল হক চৌধুরী , যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সহ সভাপতি আব্দুল বাছির, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য যুব লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী ও লিলু তালুকদার, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আহবাব মিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা আশিকুল ইসলাম আশিক, নর্থ ইস্ট যুব লীগের সভাপতি সৈয়দ হোসাইন আহমদ সাজনু , যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ সাসেস্ক শাখার সভাপতি সাফিক মিয়া, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সাংগঠনিক সম্পাদক আসুক আহমেদ, জগন্নাথ পুর উন্নয়ন সংস্থার সহ সভাপতি আব্দুল আহাদ, যুক্তরাজ্য যুব শ্রমিক লীগ এর সভাপতি সৈয়দ বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এম এ গিয়াস , শাহ আলম কামলী, পীর ফয়সল ও আবদাল কামালী প্রমুখ।
চেয়ারম্যান তৈয়ব কামালী যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ বাসীর সংবর্ধনা অনুস্ঠানে বলেন- আমি আপনাদের আজকের এ ভালোবাসায় চিরঋণী হয়ে রইলাম। আমি কৃতজ্ঞ আমার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নবাসীর কাছে আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য।
আমি কৃতজ্ঞ আমার সকল শুভাকাঙ্খীদের কাছে ও আজকের উপস্থিত যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জবাসীর কাছে ।
Leave a Reply