যুক্তরাজ্য প্রতিনিধি:;২৯ শে নভেম্বর মঙ্গলবার দুপুর ১ঘটিকার সময় স্থানীয় বাংলাদেশ হাউসের কনফারেন্স রুমে যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবকলীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার সভাপতি আমিনুল হক ওয়েছে‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়জুল হক জুয়েলের পরিচালনায় যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক সংগ্রামী সাধারন সম্পাদক, সজ্জন সাংকৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ও যুব সংগঠক মিয়া আক্তার হোসেন সানু‘র শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি মনহর আলী কামাল, মিয়া আক্তার হোসেন সানু সহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের শ্রনে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব সুরাবুর রহমান, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সংগ্রামী প্রধান বক্তা এডঃ মীর গোলাম মস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপত্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ডাঃ নজরুল ইসলাম, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সহ-সভাপতি গউছ মিয়া, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সৈয়দ মাহমুদুর রহমান বুলু, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রুহুল আমিন রুহেল, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রুহেল আমিন চৌঃ মামুন, সাংবাদিক,কলামিস্ট ফারুক যোশী, যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুুসিউর রহমান মোসা, শেকুল ইসলাম, সুরুজ জামান, ছুরুক মিয়া, আব্দুল বাসিত (বশর), সাংবাদিক আব্দুল কাইউম, মইন আহমদ লিটন, মনুহর আলী কামল, কাজল মিয়া প্রমোখও, বক্তাগন প্রয়াত মিয়া আক্তার হোসেন সানু‘র সংগ্রামী জীবন থেকে আলোচনা করেন তাঁর এই আকস্মিক মৃত্যুতে আওয়ামী পরিবার হারাল একজন একনিষ্ট কর্মীকে এসব কথা বলেন এবং তারঁ আত্বার মাগফেরতা কামনা করেন, মৌওলানা মোঃ আব্দূল হাই দোয়া পরিচালনা করেন এবং তাঁর আত্বার মাগফেরাত কামনা করেন।ম্যানচেষ্টারে যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক সংগ্রামী সাধারন সম্পাদক মিয়া আক্তার হোসেন
Leave a Reply