আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে : লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে ইফতার করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির ব্যানারে সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পুর্ব লন্ডনের সোনারগাও রেষ্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলে এ প্রশ্নোত্তর পর্ব। লন্ডনের বাংলা মিডিয়ার সিনিওর সাংবাদিক-সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন । বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদ মাহিদুর রহমান,ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌঃ কুদ্দুস , যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক,সাধারন সম্পাদক কয়সর এম আহমদ, মিডিয়া কমিটির আহবায়ক তাজ উদ্দীন প্রমুখ।
মাহফিলে তারেক রহমান, অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন,মন্ত্রী নিজেই বলেছেন বাংলাদেশে দলীয় বিবেচনার কারণে দুর্নীতিবাজদের ধরার সুযোগ নেই।
Leave a Reply