জগন্নাথপুর২৪ ডেস্ক::
এবার লন্ডনের সর্বোচ্চ ভবনে উঠে আটক হলেন ফরাসি স্পাইডারম্যান।
কোনো নিরাপত্তা যন্ত্র কিংবা রশি ছাড়াই ২০২ মিটার উঁচু সেইলসফোরস টাওয়ারে উড্ডয়ন করেন মাকড়শামানব নামে পরিচিত অ্যালেইন রবার্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশ এসে ভবনটি ঘিরে রাখে। ভিড় করা লোকজনকে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয়।
দুপুর ২টা ১৪ মিনিটে রবার্ট ভবনটির শীর্ষে পৌঁছেন। এর পর হাত উঁচু করে উল্লাস প্রকাশ করেন। কিন্তু গণউপদ্রব তৈরি করার দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশের কমান্ডার কারেন বক্সটার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এতে পুলিশ, জরুরি বিভাগ ও স্থানীয় কমিউনিটির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এতে আমাদের কর্মকর্তা, লন্ডনের দমকল ও অ্যাম্বুলেন্স সার্ভিসকর্মীদের উপস্থিত হতে হয়েছে।
তিনি বলেন, সড়ক বন্ধ রাখার অর্থ হচ্ছে- স্থানীয়দের জন্য ব্যাপক সমস্যার জন্ম দেয়া। এতে স্থানীয় ব্যবসার ওপর প্রভাব পড়েছে। ভবনটির ভেতর যেসব লোক ছিলেন, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
গণমাধ্যমকে রবার্ট বলেন, আমার জীবন যখন ঝুঁকিতে, তখনও আমার মনে হয়েছে- আমি জীবিত আছি। কিছুটা আতঙ্ক ও আবেগও কাজ করছে। কিন্তু উঁচু ভবনে উঠতে এর বাইরে কোনো উপায় নেই।
Leave a Reply