আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ঐতিহ্য স্কুল সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুর্বলন্ডনের ওয়াটারলীলীতে অনুষ্ঠিত হয়। ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো: আকতারুজ্জামান, ফখরুল আম্বিয়া, সেরন মিয়া, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম পাবেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমির হোসেন।
যুক্তরাজ্য বসবাসরত প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাবিব আলম, কোরেশী, ফারুক মিয়া, আবু লেইচ, হিরন মিয়া, সামছুল হক চৌধুরী, আবু আহমদ, ইকবাল আহমদ, শাহাব উদ্দিন, শামিম আহমদ, আবু সুফিয়ান তালুকদার প্রমূখ।
সভার দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যস্থ্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী সম্পা দেওয়ান, নুরজাহান শিল্পী, জাকী কল্পনা, সোহেল, সাজ্জাদ, রুবেল, মহিউদ্দিন জিলু, আব্দুস সাত্তার ইমন, সহ স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। এছাড়াও আব সুফিয়ান তালুকদার এর গজল ও মানিকুর রহমান গনির যাদু আগত অতিথিদের মুদ্ধ করে তোলো।
Leave a Reply