1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
লন্ডনে লাভ টাওয়ার হ্যামলেটেসের ক্যাম্পেইন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

লন্ডনে লাভ টাওয়ার হ্যামলেটেসের ক্যাম্পেইন

  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ Time View

লন্ডন প্রতিনিধি:: :লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের রাজনীতি, সংস্কৃতি এবং মাইগ্রেন্ট কমিউনিটির জন্য কাজ করেছেন এবং কমিউনিটিতে আলো দিয়েছেন, যারা সাবেক এমপি, লেবার পার্টির নেতা মুলধারায় বাঙালির বসতি স্থাপনে যিনি ছায়া হয়ে ছিলেন সেই বাতিঘর পিটার সোর এমপি, কমিউনিটির নিবিড় পরিচর্যায় যিনি ছিলেন মরহুম মিয়া আক্তার হোসেন ছানু মিয়া, সাংবাদিক, সাবেক কাউন্সিলর মরহুম শাহাব উদ্দিন বেলাল ও মরহুম আব্দুস সালিক যিনি ব্রিকলেনের সালিক ভাই নামে পরিচিত ছিলেন।
তাদের স্মৃতি স্মারক প্রতিষ্ঠার জন্য বৃহস্পতিবার লাভ টাওয়ার হ্যামলেটেসের পক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচারাল লিড মেম্বার কাউন্সিলর সাবেক স্পিকার সাবিনা আক্তারের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাবনা দিয়েছেন এবং ক্যাম্পেইন শুরু করেছেন নেতৃবন্দ।

ক্যাম্পেইনের সময় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সাইট ভিজিটে- এ সময় উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাননীয় স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন।

কেম্পেইন গ্রুপের পক্ষ, আনসার আহমদ উল্লাহ, আহাদ চৌধুরী বাবু, জামাল খান, জুয়েলরাজ।
এতে ক্যাম্পেইন গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়।

এ প্রসঙ্গে মুখপাত্র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু জানান তৃতীয় বাংলার কমিউনিটির আলোকিত মানুষদের কাজ এবং ত্যাগকে মুল্যায়নে আমরা একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবো এবং এর ধারবাহিকতায় টাওয়ার হ্যামলেটসের ইতিহাস ঐতিহ্যের স্মারক বীরদের বাঁচিয়ে রাখার চেষ্টা থাকবে।

কাউন্সিলার সাবিনা আক্তার বিষয়টি নিয়ে প্রদক্ষেপ গ্রহণে সংক্রিয় হবেন বলে আশ্বাস দেন ।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট , স্বাধীনতা টাস্ট্রের আনসার আহমদ উল্লাহ বলেন- আমরা মূলধারার নিজেদের অবস্থান জানান দিয়েছি ৷ বর্ণবাদ ও কমিউনিটি উন্নয়নে যাদের প্রত্যক্ষ অবদান রয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আহবান জানিয়েছি, এতে ইতিহাস সমৃদ্ধ হবে ৷

স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন এধরণের ক্যাম্পেইন বহুজাতিক সংস্কৃতিতে অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com